চবি ২৬ তম ব্যাচ এলামনাই অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ কার্ড বিতরণ প্রোগ্রাম চলছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচ এলামনাই অ্যাসোসিয়েশন মেম্বারশিপ কার্ড বিতরণ কার্যক্রম জোরেশোরে চলছে। গত শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার টিকে গ্রুপের ১৮ তলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি ২৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা বিভিন্ন পেশায় কর্মরত থেকে দেশ ও বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। সদস্যপদ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।
আগামী শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রামে দ্বিতীয় দফায় মেম্বারশিপ কার্ড বিতরণ কার্যক্রম আয়োজন করা হবে। এই কার্যক্রমের মধ্য দিয়ে ২৬ তম ব্যাচ এলামনাই অ্যাসোসিয়েশন আরও সুসংহত ও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২৬ তম ব্যাচ এলামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছে। মেম্বারশিপ কার্ড বিতরণের এই উদ্যোগ সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে।
সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।
Leave a Reply